প্রকাশিত: Wed, Dec 7, 2022 6:52 PM
আপডেট: Fri, May 9, 2025 1:29 PM

ইরানে ৫ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর

খালিদ আহমেদ: হিজাব ইস্যুতে বিক্ষোভের সময় আধাসামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার দায়ে ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ইরানের আদালত। মঙ্গলবার ফান্সের একটি বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। এই মামলায় ১৩ জন পুরুষ ও তিন নাবালকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। এদের সবাইকে সাজা দেয়া হয়েছে।

বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতাইশি জানিয়েছেন, রুহুল্লা আজামিয়া নামের ওই সেনাকর্মীর মৃত্যু হয় ৩ নভেম্বর। ১৬ জনের একটি দল তাকে ঘিরে ধরেছিল। তাদের পাথর ও ছুরির আঘাতেই মৃত্যু হয় আজামিয়ার। অভিযুক্তদের কারও পরিচয়ই প্রকাশ করা হয়নি। অভিযুক্তরা চাইলে তাদের সাজা পুনর্বিবেচনার আবেদন জানাতে পারবেন। সম্পাদনা: ইমরুল শাহেদ